LatestWest Bengal

কমার্শিয়াল যানবাহনের ফিটনেস সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : বেসরকারি পরিবহন মালিকদের( Private Transport Operator)
দীর্ঘদিনের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্যিক যানবাহনের( Commercial Vehicles)
জন্য ফিটনেস সার্টিফিকেশন (Fitness Certification) পাওয়ার প্রক্রিয়া সহজ করা হচ্ছে।

এখন থেকে, রাজ্যে নিবন্ধিত যে কোনও বাণিজ্যিক যানবাহন প্রয়োজনীয় নথি এবং পরিদর্শনের জন্য রাজ্যের যে কোনও আঞ্চলিক পরিবহন অফিস (আরটিও) থেকে ফিটনেস শংসাপত্র ( Fitness Certificate) পেতে সক্ষম হবে। মঙ্গলবার রাজ্যের পরিবহণ সচিব রাজেশ সিনহা এই বিষয়ে নির্দেশিকা জারি করেছেন।
রাজ্য সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন বেসরকারি পরিবহন মালিকরা।


সিটি সাবারবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, এতে বাস মালিকরা অহেতুক হয়রানি থেকে মুক্তি পাবে। পরিবহণে দালালরাজের অবসানের পথে আরেক পদক্ষেপ। বহুদিন ধরেই এই দাবি করে আসছিলেন এবং এতে মানুষের অনেক সুবিধা হবে।

Leave a Reply