BARABANI-SALANPUR-CHITTARANJAN

আসানসোলের গৌরান্ডির আরকেএস উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের কোভিড টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, রাজ্যজুড়ে চলছে 15 থেকে 18 বছর বয়সের স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য কোভিডের প্রতিষেধক টিকা দেওয়ার কাজ। আসানসোলের বারাবনি ব্লকের গৌরান্ডি এলাকার রামকৃষ্ণ শৈবলিনী উচ্চবিদ্যালযেও চলছে এই সরকারি কর্মসূচি বৃহস্পতিবার ছিল এর দ্বিতীয় দিন। এদিন 269 জন পড়ুয়াকে কোভিডের টিকা দেওয়া হয়। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের টিকা দেওয়া হচ্ছে। মোট 1600 জন পড়ুয়াকে টিকা দেওয়ার কথা রয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক ডক্টর তুষার ব্যানার্জি জানালেন, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে দারুন সাড়া পাওয়া যাচ্ছে। 22 জানুয়ারি পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে বলেও তিনি জানান। স্থানীয় কেলেজোড়া হাসপাতালের কর্মীরা স্কুল-পড়ুয়াদের টিকা দিচ্ছেন। এই ব্যাপারে বারাবনির বিডিও সব ধরনের সহায়তা করেছেন বলেও জানান প্রধান শিক্ষক।

Leave a Reply