RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে তিন দিনব্যাপী আদিবাসীদের জয় জোহার মেলা

বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জী:-রাজ্য সরকারের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে তিরাট শিবানন্দ মহারাজ আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত করা হয় তিনদিন ব্যাপী আদিবাসীদের জয় জোহার মেলা। মঙ্গলবার দিন সেই মেলার প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি রানীগঞ্জের বিধায়ক এবং আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক ব্যানার্জি ও রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া তিরাট পঞ্চায়েতের প্রধান।


রানীগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকও রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির পরিচালনায় আয়োজিত মেলায় আদিবাসী দের জন্য স্টল করা হয় ।সরকারি সুবিধা সহ জাতি শংসাপত্র,বার্ধক্য ভাতা, ,স্বাস্থ্য শিবির, স্বনির্ভর গোষ্ঠী, কৃষি ইত্যাদি
আদিবাসী সম্প্রদায়ের গ্রামীণ মৌজার প্রধান মোড়লদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়। এছাড়া আদিবাসী নৃত্য গান তিন দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান।এই মেলায় মূল আকর্ষণ কাচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর তাকে দেখতেও তার গান শুনতে আশেপাশের গ্রামের মানুষ জমায়েত হয়।

Leave a Reply