KULTI-BARAKAR

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল নিয়ামতপুর পুলিশ

কাজল মিত্র :- কুলটি থানার নিয়ামতপুর ফাড়ির পুলিশ আবারও সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বজায় রেখেছে।জানা যায়, গত সাত মাস আগে দেবী প্রসাদ নামে এক ব্যাক্তির মোবাইল ফোন হারিয়ে যায়।নিয়মত ফাঁড়িতেএকটি লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগে হারানো মোবাইল ফিরে পেতে বিশেষ অভিযান চালিয়েছে নিয়ামত ফাঁড়ির পুলিশ ।নিয়ামতপুর পুলিশ জানিয়েছে যে কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাড়ির সোদপুর 9/10 কলিয়ারির বাসিন্দা দেবী প্রসাদ বারিকের স্মার্টফোন মোবাইলটি গত জুলাই মাসে আলডিতে হারিয়ে গিয়েছিল। নিয়ামতপুর ফাড়িতে মোবাইল হারানোর অভিযোগ দায়ের করেছিলেন দেবীপ্রসাদ।


উদ্ধার করা হয় মোবাইল ফোনটি শুক্রবার নিয়ামত ফাঁড়ির ওসি অমিত হালদার এর হাতে উদ্ধার করা মোবাইল ফোনটি তুলে দেন।
বলা হয়, আইনের হাত অনেক লম্বা। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিত হালদারের তৎপরতায় সাত মাস পরেও মোবাইলটি তল্লাশি করে উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানা পুলিশ দেবী প্রসাদকে ফোন করে তার হারানো মোবাইল ফেরত দেয়। মোবাইল ফোন হাতে পেয়ে পুলিশের ভুমিকায় খুশি
দেবী প্রসাদ বলেন, নিয়ামতপুর পুলিশের ভূমিকা সাধারণ মানুষের জন্য সবচেয়ে সুবিধাজনক। এখানকার এএসআই উজ্জল দেও আমাদের অনেক সাহায্য করেছেন। নিয়ামতপুর থানার ইনচার্জকে ধন্যবাদ জানিয়ে এটাও বলতে চাই, নিয়ামতপুরের মতো পুলিশ যদি থাকে,যে সাধারণ জনগণের সঙ্গে পুলিশ বন্ধুর মতো আচরণ করে।

Leave a Reply