আসানসোলে ভোট পরবর্তী হামলা, বাড়িতে আক্রান্ত বিজেপির মহিলা বুথ এজেন্ট
শাসক দলের দিকে অভিযোগ
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ১২ ফেব্রুয়ারিঃ ( post poll Violence in Asansol ) ভোট মিটতে না মিটতে আবার আসানসোলে আক্রান্ত বিরোধী দল। শনিবার রাতে আসানসোল পুরনিগমের ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপির মহিলা বুথ এজেন্ট রিয়া নাথ বাড়িতে আক্রান্ত হলেন। অভিযোগ, ভোট শেষ হওয়ার পরে রিয়া নাথ মহিশীলা কলোনির পূর্ব পাড়ার বাড়িতে যান। তারপর তার বাড়িতে ঢুকে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিরা। তাকে ব্যাপক মারধর করা হয় । তার মাথা ফাটিয়ে দেওয়া হয় ।আশঙ্কাজনক অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। রিয়া নাথকে বাঁচাতে গিয়ে তার স্বামী প্রদীপ নাথও আক্রান্ত হন।
খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে আসেন আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসেন ৮৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী তাপস কুমার দাস। তাপসবাবু বলেন, ভোট শেষ হওয়ার পরে ঐ এজেন্ট বাড়ি ফিরে যান। তারপরই তৃনমুল কংগ্রেসের আশ্রিত দূষ্কৃতিরা তার বাড়িতে ঢুকে পড়ে হামলা চালায়। আমরা দলের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করছি। যদি পদক্ষেপ নেওয়া না হয়, আমরা বৃহত্তর আন্দোলন করবো।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অভিযোগ, সকাল থেকেই এইসব চলছে। কি আর বলবো।
শাসক দলের তরফে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করা হলে, তদন্ত করে দেখা হবে।
তবে শুধু আসানসোলে নয়, কুলটি সহ পুর এলাকার আরো বেশ কয়েকটি ওয়ার্ডেও নির্বাচন শেষ হওয়ার পরে কিছু ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আসানসোলে ভোট পড়লো ৭২ শতাংশ, গ্রেফতার ৩৩
Asansol Municipal Election : শান্তিপূর্ণ ভোট, দাবি শাসক দলের, প্রহসন ও লুঠ হয়েছে, দাবি তিন বিরোধীর