আসানসোলে ফল বেরোতেই জল্পনা মেয়র পদ নিয়ে, দৌড়ে একাধিক হেভিওয়েট
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৫ ফেব্রুয়ারিঃ ১০৬ টি ওয়ার্ডের মধ্যে ৯১ টি ওয়ার্ড জিতে আসানসোল পুরনিগম নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে তৃনমুল কংগ্রেস।
পুর ভোটের ফল বেরোতেই জল্পনা কে হবেন কলকাতার পরে রাজ্যে দ্বিতীয় বৃহত্তম আসানসোল পুরনিগমের মেয়র বা মহা নাগরিক? একাধিক হেভিওয়েট শাসক দলের নেতা মেয়র পদের দৌড়ে আছেন। কিন্তু কে বসতে চলেছেন সেই পদে তা নিয়ে শাসক দলের অন্দরের পাশাপাশি আসানসোল পুরনিগম এলাকার বাসিন্দা থেকে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
এই নিয়ে পরপর তিনবার শাসক দল তৃনমুল কংগ্রেস আসানসোল পুরনিগম বোর্ড গঠন করলো। প্রথম বোর্ডের মেয়র তাপস বন্দোপাধ্যায় এবারের পুর ভোটে লড়াই করেননি। বিদায়ী পুর বোর্ডের মেয়র জিতেন্দ্র তেওয়ারি বর্তমানে শাসক দলে নেই।
আলোচনার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক ও বিদায়ী বোর্ডের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের নাম। ৫০ নং ওয়ার্ড থেকে জেতা মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ ছিলেন। ৪৪ নং ওয়ার্ড থেকে জেতা অমরনাথ চট্টোপাধ্যায় বিদায়ী পুর প্রশাসকের পাশাপাশি আসানসোল পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। দুজনেই দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। পুর প্রশাসনের কাজ করার অভিজ্ঞতা বলতে গেলে দুজনেরই আছে।
আলোচনার মধ্যে রয়েছে কুলটি বিধান সভার প্রাক্তন বিধায়ক তথা সাবেক কুলটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ও। তিনি এবার ৭৪ নং ওয়ার্ড থেকে জিতেছেন। উজ্জ্বলবাবুরও অমরনাথ চট্টোপাধ্যায় ও অভিজিৎ ঘটকের মতো পুর প্রশাসন চালানোর অভিঞ্জতা আছে। কিন্তু নানা ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়া উজ্জ্বল চট্টোপাধ্যায় গত বিধান সভা নির্বাচনে কুলটি কেন্দ্র থেকে বিজেপির কাছে হেরেছেন।
এই তিনজনের পাশাপাশি আরো দুজনের নাম নিয়ে আলোচনা চলছে। তারা হলেন ডঃ অমিতাভ বসু ও তপন বন্দ্যোপাধ্যায়। ডঃ বসু ৪২ নং ওয়ার্ড ও তপন বাবু ৫৩ নং ওয়ার্ড থেকে এবারে জিতেছেন। রাজনীতির দিক থেকে বলতে গেলে দুজনের অভিজ্ঞতা খুবই কম। দুজনেই এই প্রথমবার প্রার্থী হয়েছেন। তার মধ্যে ডঃ বসু গত এক বছর আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন। আসানসোল বিবি কলেজের অধ্যক্ষ ডঃ বসু ও পেশায় আইনজীবী তপনবাবু দু’জনেই মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ।
পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায় বলেন, মেয়র কে হবেন, তা আমরা ঠিক করিনা। যা করার তা করবেন আমাদের দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিনই উত্তর বঙ্গে গেছেন। সেখান থেকে ফিরে আমাদের ডাকবেন। তারপর হয়তো হবে। এরজন্য কিছুদিন সময় লাগবে।