RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে ৮৮ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল

বেঙ্গল মিরর, রানীগঞ্জে, বাপ্পা ব্যানার্জী : আসানসোল পৌরনিগমের বিপুল ভোটে জয়ী ৮৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নেহা সাও বিজয় মিছিল বের করে ডালপট্টি কালিতলা হইতে রানীগঞ্জের কলেজপাড়া শেষ হয় এই বিজয় মিছিল। কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় বিজয় মিছিল সবুজ আবির উরিয়ে আতশবাজি ফাটিয়ে ৮৮নম্বর ওয়ার্ডে এই বিজয় মিছিল পরিক্রমা করে।

এই মিছিলে কর্মীদের সঙ্গে বিজয়ী তৃণমূল প্রার্থী নেহা সাও কর্মীদের নাচের তাল তাল মিলিয়ে তাদের সঙ্গে নাচতে দেখা যায়। পার্থীর বক্তব্য এলাকায় কিছু কিছু জায়গায় জলের সমস্যা ও নালীর সমস্যা রয়েছে সেগুলি সমাধান করার প্রথম আমার কাজ এবং এলাকার উন্নয়নের জন্য যা যা করণীয় তা করার চেষ্টা করব।

Leave a Reply