PANDESWAR-ANDAL

অন্ডালে বোমাবাজি, তৃনমুল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে ঘটনা, অভিযোগ, অস্বীকার শাসক দলের

বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ৩ মার্চঃ বুধবার রাতে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার খান্দরা এলাকায় । এই বোমাবাজির ঘটনার পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ । তবে এই ঘটনা দলের বিষয় নয়। দুষ্কৃতিরাই বোমাবাজি করেছে বলে দাবি তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতির। জানা গেছে, বুধবার রাত এগারোটা নাগাদ অন্ডাল থানার খান্দরা ফুটবল মাঠে বোমাবাজির ঘটনা ঘটে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই দুই ব্যক্তিকে আটক করে অন্ডাল থানার পুলিশ।


বিভিন্ন সূত্র মারফত জানা যায়, বোমাবাজির ঘটনার সময় মাঠে বসে ছিলেন তৃণমূল কংগ্রেসের একটি গোষ্ঠীর বেশ কয়েকজন । তখন সেখানে অন্য এক গোষ্ঠীর কয়েকজন সেখানে বোমা ফাটায় । আশপাশের লোকজন সঞ্জয় ধীবর নামে একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। সঞ্জয় ধীবর ছাড়াও ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ আরো তিনজনকে আটক করে রাতে । স্থানীয়দের একাংশের দাবি ঘটনার পেছনে রয়েছে, কয়লার কারবার নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ।‌
যদিও দলের এই ঘটনায় দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেন দলের ব্লক সভাপতি কালোবরণ মন্ডল । তিনি বলেন, এটা দলের কোনো বিষয় নয়। এটা দুষ্কৃতিদের কাজ ।


অন্যদিকে খান্দরা এলাকার এক তৃণমূল কর্মী তথা প্রাক্তন অঞ্চল তৃণমূলের সভাপতি আশীষ ভট্টাচার্য বলেন , একজন প্রশাসনিক লোক থানার ওসি। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের স্লোগান মোটেও কাম্য নয়। একদিকে ব্লক সভাপতি বলছেন কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই। অন্যদিকে তৃণমূল কর্মীদের একাংশের এদিনের দলের তরফে থানা ঘেরাওকে ভালো চোখে দেখছেন না।


বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ দলের ব্লক সভাপতি কালোবরন মন্ডল ও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কৌশিক মন্ডলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা থানায় আসেন । পরে কৌশিক মন্ডল বলেন, দলের মধ্যে কোন সমস্যা নেই। থানায় কেউ বিক্ষোভ দেখায় নি। এলাকার কিছু সমস্যা নিয়ে আমরা থানার আধিকারিকের সাথে আলোচনা করতে এসেছিলাম । বুধবার রাতের বোমাবাজির ঘটনা নিয়ে কোন লিখিত অভিযোগ থানায় করা হয়নি পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply