BARABANI-SALANPUR-CHITTARANJAN

রাজ্যের ৫ জন পুলিশ ইন্সপেক্টরের বদলির নির্দেশ

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল : রাজ্যের (WBP) ৫ পুলিশ ইন্সপেক্টরের বদলি। রাজ্যের পাঁচজন পুলিশ ইন্সপেক্টরের বদলির নির্দেশ জারি করেছেন ADG। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ২ টি থানার ইন্সপেক্টর ইন চার্জ বদল হয়েছে, সালানপুর ও চিত্তরঞ্জন থানার ইনচার্জ বদল করা হয়েছে।

পবিত্র কুমার গাঙ্গুলি, যিনি সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ ছিলেন, তাকে পুর্ব মেদিনীপুরের কাঁথির সার্কেল ইন্সপেক্টর করা হয়েছে, তাঁর জায়গায় পূর্ব মেদিনীপুর থেকে আসবেন অমিত হাতি। চিত্তরঞ্জনের ইনচার্জ অতীন্দ্র নাথ দত্তকে খড়্গপুরের সার্কেল ইন্সপেক্টর করা হয়েছে, তার স্থলাভিষিক্ত হবেন রাজু স্বর্ণকার। পুর্ব মেদিনীপুরের তুহিন বিশ্বাসকে হাওড়া জিআরপিতে পাঠানো হয়েছে

Leave a Reply