RANIGANJ-JAMURIA

Breaking News: গ্যাসের সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা

বেঙ্গল মিরর চরণ মুখার্জি জামুরিয়া : ( Asansol Live News Today ) জামুরিয়া বাহাদুরপুর পঞ্চায়েতের বাহাদুরপুর গোয়ালা পাড়া দয়াময় মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে গ্যাসের সিলিন্ডার ফেটে ( Gas Cylinder Blast )ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনার জেরে পাকা বাড়ির বৃষ্টির রংস উড়ে গিয়ে চাপা পড়লো বাড়িতে থাকার 7 জন সদস্য। মঙ্গলবার স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে আহতদের তড়িঘড়ি স্থানীয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে স্বাস্থ্যপরিসেবা সঠিক ছিল না বলেই অভিযোগ করে বিক্ষোভের সরব হয়

। তারা দাবি করে হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীর অভাব রয়েছে পাশাপাশি নেই কোনো চিকিৎসা পরিকাঠামোর সঠিক সুবন্দোবস্ত এর জেরে অক্সিজেনের অভাব সহ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত ঢাকার বিষয়টি লক্ষ্য করে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। এ মুহূর্তে জামুড়িয়ার ওই অংশে পুলিশ প্রশাসনের আধিকারিক ও স্থানীয়রা পৌঁছে চালাচ্ছে উদ্ধারকার্য সেখানেই আহতদের দ্রুত চিকিৎসার জন্য ও পরিকাঠামো কেন নেই এই দাবি তুলে বিক্ষোভে শামিল হয়েছে গ্রামেরই একদল সদস্য।

watch video

Leave a Reply