ASANSOL

আসানসোলের ভোট গণনা কেন্দ্রে গন্ডগোল, পুলিশের মামলায় দুই কাউন্সিলর সহ ২৬ জনের আগাম জামিন মঞ্জুর জেলা আদালতে

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১০ মার্চঃ আসানসোলে পুরনিগম ভোটের গণনা কেন্দ্রে গণনার আগের দিন রাতে গন্ডগোল ও হাঙ্গামার ঘটনায় তিন বিরোধী দলের কাউন্সিলর সহ ৩১ জনের বিরুদ্ধে আসানসোল উত্তর থানার ওসি তন্ময় রায় স্বতঃপ্রণোদিত ভাবে একাধিক ধারায় অভিযোগ এনেছিলেন। পরে সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়।

file photo


ঐ ৩১ জন বৃহস্পতিবার আসানসোল আদালতে জেলা জজ সুনির্মল দত্তর এজলাসে আগাম জামিনের আবেদন করেছিলেন বলে জানান তাদের আইনজীবী সোমনাথ চট্টরাজ । জেলা জজ তাদের মধ্যে ২৬ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন। কংগ্রেস কাউন্সিলর এস এম মুস্তফা সহ ৫ জনের জামিন মঞ্জুর হয়নি বলে আদালত সূত্রে জানা গেছে।যদিও ঐ অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের কাউকেই গ্রেপ্তার করেনি।
বাকি দুই কাউন্সিলর হলেন কংগ্রেসের গোলাম সরবর ও বিজেপির গৌরব গুপ্তা।

read also : Asansol में यात्री शेड का मेयर ने किया उद्घाटन

read also : ASANSOL ELECTION RESULT BLOG : TMC 91 , BJP 7, CONG 3, INDEPENDENT 3, CPM 2,

Leave a Reply