PANDESWAR-ANDAL

তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে প্রকাশ্যে গোষ্টিকোন্দল, বচসা, চেয়ার ভাঙচুর

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে প্রকাশ্যে তৃণমূলের গোষ্টিকোন্দল, বচসা ভাঙচুর চেয়ার, উত্তপ্ত দুর্গাপুরের অন্ডালের উখড়া। বুধবার উখড়া কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ছিল, অভিযোগ সম্মেলনের মাঝে মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুজাতা বসু সরকারকে অশ্লীল ভাষায় আক্রমণ করে বলে অভিযোগ উঠে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য শরন সাইগালের বিরুদ্ধে। হটাৎই এই বিতর্ককে কেন্দ্র করে নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি সম্মেলন হলে চেয়ার ভাঙচুর।

তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে প্রকাশ্যে গোষ্টিকোন্দল, বচসা, চেয়ার ভাঙচুর

যে ঝামেলা সামলাতে কালঘাম ছোটে জেলা তৃণমূল নেতৃত্বের, অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালবরণ মন্ডল বারবার মাইকে দলীয় কর্মীদের শান্ত হতে বললেও পরিস্থিতি শান্ত হওয়াতো দূর , উল্টে বিগরতে থাকে। পড়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।. দুই গোষ্ঠী একে ওপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। গোটা ঘটনায় প্রবল বিড়ম্বনায় পড়ে তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply