উচ্চমাধ্যমিকের পরীক্ষার হবে হোম সেন্টারে
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লক দমহানি কেলেজোড়া হাইস্কুলে উচ্চমাধ্যমিকের পরীক্ষার হবে এবং এই পরীক্ষায় রাজ্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে যে হোম সেন্টার হবে এই নিয়ে আজ সব শিক্ষক ও শিক্ষিকাকে নিয়ে বৈঠক করলেন দোমোহানি কেলেজোড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মিনাল জ্যোতি গাঙ্গুলী এই পরীক্ষা দোসরা এপ্রিল থেকে শুরু হবে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিদর্শক অক্ষয় ভট্টাচার্য বারাবনি পঞ্চায়েত সমিতি সভাপতি শ্রীমতি মালা বাউরী মহেশ বিন, দোমোহানি কেলেজোড়া গার্লস স্কুলের সহকারি প্রধান শিক্ষিকা ঈপ্সিতা ঘোষ অতনু দত্ত, কাউন্সিলিংয়ের প্রতিনিধি মোহাম্মদ সালমান