ASANSOL

আসানসোলের হোটেলে রহস্যজনক মৃত্যু বলে অভিযোগ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পশ্চিম বর্ধমান আসানসোল এক যুবকের রহস্যজনক মৃত্যু বলে পরিবারের অভিযোগ। ঘটনাটি ঘটে আসানসোলের বিএনআর মোড়ের কাছে এক বেসরকারি হোটেলে। জানা গেছে রাহুল সিং বার্ণপুরের রামবাঁধ এলাকার। পরিবারের অভিযোগ রাহুল সিং নামক যুবক আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে। এর সঠিক বিচার চাই। দাবি করেন যদি আত্মহত্যাই করে তাহলে সেখানকার সিসিটিভি ক্যামেরা কোথায় গেল।

দেহ নিয়ে যাবার পর পুলিশের তরফে ফোন আসে আপনারা আসানসোল জেলা হাসপাতালে চলে আসুন। সেই সময় পরিবারের লোকেরা গিয়ে দেখে রাহুল সিং এর দেহ মর্গে রাখা রয়েছে। তবে পরিবারের অভিযোগ হোটেলে দেহ উদ্ধার হওয়ার সময় পুলিশ ফোন করে জানালো না কেনো। তবে পরিবারের বক্তব্য এই রহস্যজনক মৃত্যুর পিছনে এক মেয়র হাত রয়েছে। সেই মেয়েটি এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং সঠিক বিচার চাই বলে তাবি জানান।

Leave a Reply