ASANSOL

গরম পড়তেই পানীয় জলের সংকট, বৈঠক মেয়রের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৮ মার্চঃ ( Asansol News Today ) সবেমাত্র মার্চ মাসের শেষ। দিন কয়েক হলো বেশ গরম পড়েছে। আর সেই গরম পড়তে না পড়তেই আসানসোল পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে পানীয়জলের সংকট দেখা দিয়েছে। তাই সেই সংকট কিভাবে দূর করে পানীয়জল ঠিকমতো সরবরাহ করা যায়, তার জন্য আলোচনা করতে সোমবার একটি বৈঠক করেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। পুর ভবনে মেয়রের চেম্বারে হওয়া সেই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, অনিমেষ দাস, শিবানন্দ বাউরি সহ বেশ কয়েকজন কাউন্সিলর ও পুরনিগমের ইঞ্জিনিয়াররা।

এই বৈঠকে পুরনিগমের যেসব এলাকায় পানীয়জলের সংকট দেখা দিয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মেয়র পুর ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেন। কাউন্সিলরদেরও নজর দিতে বলা হয়েছে। এই বৈঠকের শেষে মেয়র বলেন, বেশ কিছু ওয়ার্ডে পানীয়জলের সংকট ও সমস্যা দেখা দিয়েছে। কোথাও কম জল আসছে, কোথাও আবার জল অনিয়মিত পাওয়া যাচ্ছে। তাই এদিন একটি বৈঠক করে গোটা বিষয়টি নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে। কোথায় কি করতে হবে, তা পুর ইঞ্জিনিয়ারদের বলা হয়েছে। মেয়র আরো বলেন, এই গরমের সময় যাতে পুর এলাকায় কোথাও পানীয়জলের সমস্যা না থাকে, তার দিকে নজর দেওয়া হচ্ছে।

Leave a Reply