ASANSOL

Asansol By poll : ১২ এপ্রিল লড়াই ৮ প্রার্থীর, সরাসরি চতুর্মুখী লড়াই চার প্রধান দলের

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৮ মার্চঃ ( Asansol By poll ) আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়াইয়ে জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ৮ জন প্রার্থী। সোমবার দুপুর তিনটে পর্যন্ত ছিলো মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ সময়। কিন্তু সেই সময়ের মধ্যে কোন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। ২৪ মার্চ বৃহস্পতিবার দুপুর তিনটে পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ছিলো। গত ১৭ মার্চ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শুরু হয়েছিলো।শুক্রবার জমা পড়া মনোনয়ন পত্রগুলি স্ক্রুটিনি করা হয়। তারপর পশ্চিম বর্ধমান জেলা নির্বাচন দপ্তরের তরফে বলা হয়েছে, জমা পড়া ৮ জনের মনোনয়ন পত্র বৈধ।


সোমবার দুপুর তিনটের পরে ৮ প্রার্থীর প্রতীক সহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত করা হয়। তারমধ্যে রয়েছেন কমিশন স্বীকৃত চার দলের প্রার্থীদের নাম। তারা হলেন তৃনমুল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতুন্ডি। বাকিরা হলেন ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির জগদীশ মন্ডল ও তিনজন নির্দল প্রার্থী সান্নি কুমার সাউ, প্রভু কুমার সাউ ও অমিতাভ নস্কর। বলা যেতে পারে, কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভার যে উপনির্বাচন হতে চলেছে তাতে ৮ জন প্রার্থী লড়াই করছেন। তারমধ্যে সরাসরি লড়াই বা চতুর্মুখী লড়াই হবে চার প্রধান দলের প্রার্থীদের মধ্যে ।

Leave a Reply