ASANSOLRANIGANJ-JAMURIA

জামুরিয়া পুলিশ আগ্নেয়াস্ত্র 5 রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করলো যুবককে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,রানীগঞ্জ:  লোকসভার উপ নির্বাচনের আগেই এবার জামুরিয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 5 রাউন্ড গুলিসহ এক আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার করলো এক যুবককে। মঙ্গলবার রাত্রে পুলিশের বিশেষ নজরদারি শাখা দিকে দিকে তল্লাশি চালাচ্ছিল, সেই সময় রহস্যজনকভাবে এই যুবককে জামুরিয়া বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় ওই যুবককে জিজ্ঞাসাবাদ করাতে যুবক কোন উত্তর না দিয়ে পালাতে চাইলে, পুলিশ তাকে তাড়া করে পাকড়াও করলে তার কাছে 5 রাউন্ড কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

জানা গেছে ধৃত যুবক জামুড়িয়ার নিচু সেন্টার এলাকার বাসিন্দা বছর পঁচিশের মোহাম্মদ সাজ্জাদ ওরফে রাজা। মঙ্গলবার রাত্রে পুলিশ ওই যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, কি কারনে এই আগ্নেয়াস্ত্র নিয়ে সে ঘোরাফেরা করছিল তার খোঁজ নিয়ে জোর তল্লাশি শুরু করেছে।বুধবার পুলিশ ধৃতকে আসানসোল জেলা আদালতে হাজির করলে বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই দিকে দিকে অস্ত্র তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তারই মধ্যে নির্বাচনের সময় কালে চলছে নাকা চেকিং। সীমান্তবর্তী এলাকায় গুলিতে নাকা চেকিংয়ের সময় বেশ কয়েক ক্ষেত্রেই বিশাল পরিমাণ অংকের টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ, এবার আগ্নেয়াস্ত্রসহ যুবককে গ্রেফতার করে ফের একবার বড় সরো সাফল্য পেলো জামুরিয়া থানার পুলিশ।

read also : Breaking : Asansol में गोड्डा के लोहा कारोबारी के लाखों रुपये जब्त

read also : Durgapur में मिला बम, रुपनारायणपुर में पाइपगन समेत एक गिरफ्तार

Leave a Reply