Swiggy Rider’s Strike : বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ
বেঙ্গল মিরর, দুর্গাপুর : ( Durgapur News Today ) বেতন বৃদ্ধির দাবিতে শনিবার বেসরকারি খাবার সরবরাহকারী সংস্থা সুইগির দুর্গাপুর শাখার কর্মীরা বিক্ষোভে (Swiggy Rider’s Strike) সামিল হলেন। দুর্গাপুর শিল্পাঞ্চলে বিভিন্ন প্রান্তে বেসরকারি এই খাবার সংস্থার কর্মচারীরা খাবার পৌঁছে দেন মানুষের বাড়িতে বাড়িতে, অফিসে। অভিযোগ সাম্প্রতিক পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে গাড়ির তেলের দাম বেড়ে গেলেও তাদের বেতন বাড়ানোর কোনও ব্যবস্থাই করছে না সুইগি কর্তৃপক্ষ। এদিকে খাবার সরবারহ করে কর্মীরা যে কমিশন পাচ্ছেন তা তেলের দাম মেটাতেই শেষ যাচ্ছে বলে দাবি সুইগির কর্মচারীদের। কিন্তু বেসরকারি ওই খাবার সরবরাহকারী সংস্থার কর্ণধার বেতন বৃদ্ধিতে রাজি নয় বলে অভিযোগ কর্মচারীদের।
এরই প্রতিবাদে ও বেতন বৃদ্ধির দাবি জানিয়ে এদিন দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বিগ বাজারের সামনে বিক্ষোভ দেখান সংস্থার শতাধিক কর্মচারী। এদিন বিক্ষোভরত ( Swiggy Rider’s Strike ) কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়, যদি অবিলম্বে তাদের দাবি মেনে বেতন বৃদ্ধি করা না হয় তাহলে আগামী দিনে পরিষেবা বন্ধ করে তারা লাগাতার বিক্ষোভে সামিল হবেন। অন্যদিকে এদিনের এই কর্মচারী বিক্ষোভের জেরে দুর্গাপুর শিল্পাঞ্চলে সংস্থার খাবার সরবরাহ পরিষেবা কিছু সময়ের জন্য ব্যাহত হয় বলে জানা গেছে।