ASANSOL

গরমে আসানসোল পুরনিগম এলাকায় পানীয়জলের সমস্যা না হয়, তার জন্য কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন নম্বর চালু

৭৪৭৯০০১৮৭৫ , ৯০৮৩২৫৪৮১৯ ও ৯০৮৩২৫৪৮১০ এই তিনটি নম্বরে ফোন করতে পারেন

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৫ এপ্রিলঃ চৈত্র মাসেই গরমের তাপে জ্বলছে গোটা রাজ্য। বাদ নেই আসানসোল।
এই প্রচণ্ড গরমে আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের লক্ষাধিক মানুষ যাতে জল পান ও জল সরবরাহে কোনও সমস্যা না হয়, তার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। পুরনিগমের বরো স্তরে পুরনিগম ও এমইডি বা মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরের আধিকারিকদের নিয়ে একটি যৌথ দল গঠন করা হয়েছে। পাশাপাশি আসানসোল পুরনিগমের সদর দফতরে খোলা হয়েছে ২৪ X ৭ কন্ট্রোল রুম।

তার জন্য তিনটি হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে। কোন ওয়ার্ডে জল সরবরাহে কোন সমস্যা হলে পুর এলাকার বাসিন্দারা ৭৪৭৯০০১৮৭৫ , ৯০৮৩২৫৪৮১৯ ও ৯০৮৩২৫৪৮১০ এই তিনটি নম্বরে ফোন করতে পারেন। পুরনিগমের যেখানে জলের সমস্যা আছে সেখানে ট্যাঙ্কার দিয়ে জল পাঠানো হবে।


এই প্রসঙ্গে পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় ও পুর ​​কমিশনার নীতিন সিঙ্গানিয়া জানিয়েছেন, যে এই গ্রীষ্মে পুর এলাকায় যাতো জল সরবরাহে কোন সমস্যা না হওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। মানুষ যাতে পর্যাপ্ত পানীয়জল পান তার জন্য আসানসোল পুরনিগমের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা করা হচ্ছে।

Leave a Reply