ASANSOL

সালানপুর ব্লকে বিজেপিতে ভাঙ্গন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-১২ই এপ্রিল আসানসোলে লোকসভা উপনির্বাচন আর তার আগে সালানপুর ব্লকের মধ্যে একের পর এক যোগ দান পর্ব শুরু হয়েছে।দেন্দুয়া ও কালীপাথর গ্রামের সক্রিয় বিজেপি কর্মীরা বিজেপি দল ছেঁড়ে তৃণমূল কংগ্রেসে ঝান্ডা ধরছে।সালানপুর ব্লকে মধ্যে বিজেপির ভাঙ্গন অব্যাহত। গতকাল রাতে দেন্দুয়া বাউরি পাড়ায় কর্মী বৈঠকের মধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মী ইন্দ্রনারায়ণ দত্তের উদ্যোগে দেন্দুয়া অঞ্চলের বিজেপি কর্মী প্রবোধ মাঝি ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং ও দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ তেওয়ারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

তাছাড়া কালীপাথর গ্রামের জামাল সহ প্রায় ২০জন বিজেপি ছেঁড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং জানান তৃণমূল একটাই জানে উন্নয়ন আর আজ এই উন্নয়ন দেখেই ব্লকে সবাই তৃণমূলে যোগদান করছে।সালানপুর ব্লকের জন্য বিধায়ক বিধান উপাধ্যায় ও মুকুল উপাধ্যাযয়ের নেতৃত্বে আরো উন্নয়ন হবে।

Leave a Reply