ASANSOL

রাজস্থানে মহিলা চিকিৎসক আত্মঘাতী, প্রতিবাদ আসানসোল জেলা হাসপাতালে

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ৫ এপ্রিলঃ রাজস্থানে মহিলা চিকিৎসক গাইনেকোলজিস্ট ডাঃ অর্চনা শর্মার আত্মহত্যার ঘটনায় প্রতিবাদে সামিল হলেন আসানসোল জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। মঙ্গলবার দুপুরে পিডিএ বা প্রোগেসিভ ডক্টরস্ এ্যাসোসিয়েশনের ডাকে জেলা হাসপাতালের চিকিৎসকরা এই ঘটনায় হাসপাতাল চত্বরে একটি বিক্ষোভ মিছিলও করেন। চিকিৎসকদের সঙ্গে সেই মিছিলে সামিল হয়েছিলেন হাসপাতালের স্বাস্থ্য কর্মীরাও। সুপার স্পেশালিটি হাসপাতালের হাসপাতালের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে হাসপাতাল চত্বরে ঘোরে। মিছিলে ছিলেন ডাঃ রহুল আমিন, ডাঃ শঙ্করী মাজি, ডাঃ সৌরভ চট্টোপাধ্যায়, ডাঃ রতন গন, ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায় সহ অন্য চিকিৎসকরা।


আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা বলেন, এই ঘটনা খুবই নিন্দাজনক। একজন চিকিৎসক কোনদিন চাননা যে, তার হাতে কোন রোগী মারা যান। রাজস্থানের এক প্রসূতির মৃত্যুর পরে কোন রকম তদন্ত ছাড়াই, তার বিরুদ্ধে ঐ ঘটনায় পুলিশকে দিয়ে ভারতীয় দন্ডবিধির ৩০২ নং ধারায় খুনের মামলা করা হয়। তারপর থেকে ঐ মহিলা চিকিৎসক মানসিক চিন্তায় পড়ে যান। তারপর এই ঘটনা ঘটে। চিকিৎসকরা বলেন, এইসব কারণের জন্যই এখন কোন চিকিৎসকই মুমূর্ষু রোগীর চিকিৎসা করতে ঝুঁকি নিচ্ছেন না। রেফার করে দেওয়া হচ্ছে। অবিলম্বে সরকার যদি কোন পদক্ষেপ না নেয়, তাহলে সমস্যা আরো বাড়বে।
এদিন মিছিলের পরে হাসপাতাল সুপার ডাঃ নিখিল চন্দ্র দাসকে সংগঠন তরফে একটি স্মারক লিপিও দেওয়া হয়।

Leave a Reply