PANDESWAR-ANDAL

জঙ্গল থেকে সদ্যজাত শিশু কন্যাকে উদ্ধার

বেঙ্গল মিরর,চরণ মুখার্জী, পাণ্ডবেশ্বর: কথায় আছে না যে রাখে হরি তো মারে কে, তাই নিজের লজ্জা ঢাকতে সদ্যোজাত শিশু কন্যাকে গভীর জঙ্গলে ফেলে দেওয়ার পরও প্রখর রোদ্রে সদ্যোজাত শিশু কেদে ওঠায় ওই শিশুর অবস্থান জানতে পারল লাগোয়া এলাকার বাসিন্দারা। আর ওই শিশুর কান্না শুনেই বঞ্চিত শিশু কন্যাকে উদ্ধার করল স্থানীয় এলাকার মানুষ ও পুলিশ প্রশাসন। সোমবার দুপুর দেড়টা নাগাদ পাণ্ডবেশ্বর থানার কুমার ডিহির, গুলু গোপীনাথপুর কলোনি এলাকার জঙ্গলে এমনই ঘটনা প্রত্যক্ষ করলেও স্থানীয় এলাকার বাসিন্দারা।

এদিন দুপুর দেড়টা নাগাদ কাপড়ে মোড়া সদ্যজাত শিশু কন্যার কান্না শুনে স্থানীয় এলাকার বাসিন্দারা পুলিশ প্রশাসনকে খবর দিলে, তাদের সহায়তায় সোমবার দুপুরে উদ্ধার করা হয় ওই সদ্যজাত শিশু কন্যাকে। এদিন শ্যামসুন্দরপুর কোলিয়ারি যাওয়ার রাস্তায় গুলু গোপীনাথপুর কলোনি সংক্ষেপে জি.জি.সি এলাকার জঙ্গলের ধারে ওই শিশুকন্যার কান্নার শব্দ পাই স্থানীয়রা, এরপরই শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য উখরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে, সেখানে তার শারীরিক উন্নতির লক্ষ্যে শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। একইসাথে খবর দেওয়া হয় চাইল্ড লাইনের দপ্তরে, তারা আগামীতে ওই শিশুটিকে নির্দিষ্ট আইন মোতাবেক লালন পালন করার উদ্যোগ নেবেন বলে জানা গেছে।

Leave a Reply