ASANSOL

আসানসোলে গরমের জন্য মর্নিং কোর্টের দাবি, আইনজীবীদের কর্মবিরতি ২৪ এপ্রিল পর্যন্ত

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২২ এপ্রিলঃ ( Asansol News) আসানসোল জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত আসানসোল আদালতের আইনজীবীরা পেন ডাউন বা কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাণী মন্ডল বলেন, ১৯ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত মর্নিং কোর্ট করার জন্য একটি আবেদন আসানসোল জেলা জজের মাধ্যমে কলকাতা হাইকোর্টে পাঠানো হয়েছিল। কিন্তু ল জেলা জজের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অনুমোদন সংক্রান্ত বিজ্ঞপ্তি না পাওয়ায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো বলেন, আগামী ২৪ এপ্রিল আমরা আবার এই নিয়ে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেব। আসানসোলে এই মুহুর্তে প্রচন্ড গরম। ৪২ ডিগ্রির আশপাশে তাপমাত্রা উঠানামা করছে। এই অবস্থায় আইনজীবিদের পক্ষে কাজ করা অসুবিধা। প্রতিবছরই আইনজীবীরা কিন্তু এই সময় মর্নিং কোর্টের সুবিধা পান। এবারও তারা সেটাই দাবি করেছেন।

Leave a Reply