ASANSOL

নিয়ামতপূরের নবী নগরে ঈদ মিলন অনুষ্ঠান

বেঙ্গল মিরর, কাজল মিত্র : সারা দেশের সাথে সাথে গতকাল মঙ্গলবারে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলাতেও মুসলিম সম্প্রদায় খুশির ঈদ উৎসব পালন করলেন । এবং সারা দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উৎসবে মেজাজে পালন করলেন । সেই দৃশ্য দেখা মিললো জেলার কুলটি বিধানসভার ৫৯ no ওয়ার্ডের নিয়ামতপূরের নবী নগরে .

যেখানে নবী নগরের যুব সংগঠনের উদ্দোগে মংগলবার রাত্রে ঈদ মিলন উৎসব বা ঈদ মিলন অনুষ্ঠান করা হলো । এতে মূখ্যরূপে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের কুলটি ব্লক সভাপতি saif খান , পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সহ সভাপতি বাচ্চু রায় সঙ্গে তৃণমূলে সংখ্যা লঘু নেতা তথা প্রাক্তন এমএমআঈসি মীর হাসিম সহ অনেকে ।

Leave a Reply