BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি ব্লক মাইনোরিটি সেল পক্ষ থেকে ঈদ মিলন

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি :বারাবনি ব্লক বারাবনি ব্লক মাইনোরিটি সেল পক্ষ থেকে আজ একটি বেসরকারি প্রেক্ষাগৃহে ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মন্ডল সালারপুর ব্লক মোহাম্মদ আরমান পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য Asit Sing পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ পূজা মাটি দোমোহানি গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা সিং বিশিষ্ট সমাজসেবী বরুণ তেওয়ারি.

Leave a Reply