PURULIA-BANKURA

আদিবাসী ছাত্রীর উপর অত্যাচারের ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি, বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : বাঁকুড়ার তালডাংরা থানার সাবড়াকোন এলাকায় আদিবাসী ছাত্রীর উপর অত্যাচারের ঘটনায় পথে নামল ভারত জাকাত মাঝি পরগনা মহল। শুক্রবার সাবড়াকোনে এই সংগঠনের তরফে বিক্ষোভ মিছিল ও পথসভা করে আদিবাসী ছাত্রীর উপর অত্যাচারের ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়। প্রসঙ্গত ২৪ এপ্রিল কম্পিউটার ক্লাসে যাবার পথে এক আদিবাসী ছাত্রীকে একা পেয়ে মারধর ও ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠে ৪ দুষ্কৃতীর বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তালডাংরা থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে জারি রয়েছে তদন্ত। এবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং নারীদের নিরাপত্তার দাবিতে সরব হয়ে রাস্তায় নামল ভারত জাকাত মাঝি পরগনা মহল।

আদিবাসী এই সংগঠনের তালডাংরা মুলুকের ডাকে বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সমাজের মানুষ হাজির হন। সাবড়াকোন লাইব্রেরী প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয় এবং মিছিল ঘুরে পুরো এলাকায় । এই ঘটনার প্রতিবাদে একটি পথসভাও করা হয়। আন্দোলনকারীদের দাবি আদিবাসী ছাত্রীর উপর বর্বরোচিত আক্রমনের প্রতিবাদে রাস্তায় নেমেছে আদিবাসী মহল। এদিনের বিক্ষোভ মিছিল ও পথসভার মধ্য দিয়ে এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফে। পুলিশ এই নিন্দনীয় ঘটনায় দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে থানা ঘেরাও রাস্তা অবরোধ এবং বনধের পথে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফে।

Leave a Reply