ASANSOL

আসানসোলে অনলাইন পরীক্ষার দাবিতে অনড় পড়ুয়ারা, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৮ মেঃ ( Asansol News Live Today ) অনলাইন পরীক্ষার দাবিতে আবারও আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ। সন্ধ্যার শেষ খবর বিক্ষোভ চলছে। পড়ুয়ারা অনলাইনে পরীক্ষার দাবিতে অনড় রয়েছে। বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বলে সন্ধ্যায় জানা যায়। এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে শয়ে শয়ে পড়ুয়া গেট বন্ধ করে বিক্ষোভ দেখানো শুরু করে। তাদের দাবি করোনা কালে প্রায় দু’বছর তাদের অনলাইন ক্লাস করানো হয়। এর জন্য তাদের কোর্স সম্পূর্ণ হয়নি। অথচ হঠাৎ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফলাইন পরীক্ষার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ প্রত্যাহার ও অনলাইন পরীক্ষার দাবিতে সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা।


দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানোর পর কর্তৃপক্ষের কাছে কোন সদুত্তর না পেয়ে তারা প্রধান গেট খুলে প্রশাসনিক ভবনের সামনে বসে পড়ে। পড়ুয়াদের পরিষ্কার বক্তব্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত বদল করে অনলাইন পরীক্ষা নিতে হবে। তাদের এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেয় তারা। পড়ুয়ারা এদিন বলেন, কল্যানী, বিদ্যাসাগর ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা হলে কেন কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে হবে না? তবে এদিন বিকেল পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি পড়ুয়াদের কাছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সাধন চক্রবর্তী আন্দোলনকারীদের স্পষ্ট জানিয়েছেন অফলাইনেই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বদল করা হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমন অনড় রয়েছে অফলাইন পরীক্ষার সিদ্ধান্তে, তেমনই পড়ুয়ারাও অনড় রয়েছে তাদের দাবিতে।

Leave a Reply