LatestWest Bengal

রাজ্যের আবেদন খারিজ করে রায় দিল হাইকোর্ট, ৩ মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : ( West Bengal News ) ডিএ মামলাতে ফের বড় জয় পেল রাজ্য সরকারি কর্মচারীরা। মহার্ঘভাতা (DA) সরকারি কর্মীদের আইনত অধিকার। স্যাটের নির্দেশ কার্যকর করতে হবে তিন মাসের মধ্যে। ডিএ মামলায় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারেই ডিএ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের ( Calcutta High Court) ডিভিশন বেঞ্চ।

অনুসরণ করতে হবে CPI
আদালতের তরফে সরকারকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ডিএ দিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুসরণ করতে হবে। পাশাপাশি বলা হয়েছে, সরকারি কর্মীদের ভাল-মন্দের দিকটি সরকারকেই দেখতে হবে।

স্যাটের রায় কার্যকর করতে হবে ৩ মাসের মধ্যে
এদিন আদালত নির্দেশ দিয়েছে স্যাটের রায় যেমন কার্যকর করতে হবে ৩ মাসের মধ্যে, সেইভাবে বয়েকা ডিএ জিতে হবে তিন মাসের মধ্যে। ডিএ দেওয়ার তহবিল সরকারের হাতে নেই, সরকারের এই যুক্তিও খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সরকারি কর্মীরা এই রায়কে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন।

২০১৬ সালের মামলায় জয়
রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে ডিএ নিয়ে ২০১৬ সালে মামলা দায়ের করা হয়। মামলা করে কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। তারপর মামলা কোনও সময় দিয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে আবার কোনও সময় তা গিয়েছে কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকারি কর্মীদের হিসেব অনুযায়ী পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশন মিলিয়ে তাদের ৬৮ শতাংশ ডিএ বকেয়া রয়েছে।

২০১৮-তেই স্যাট ডিএ দিতে নির্দেশ দিয়েছিল
প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে ২০১৮ সালে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা দিতে নির্দেশ দিয়েছিল। পরে রাজ্য সরকার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে গেলে সেখানেও মূল্যবৃদ্ধির নিরিখে ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকার তা এখনও দেয়নি।
রাজ্য সরকারের দাবি ছিল ডিএ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিধানসভার। যদিও আদালত আগের মতো এদিনও বলেছে মূল্যবৃদ্ধির নিরিখে মহার্ঘভাতচা পাওয়ার মৌলিক অধিকার রয়েছে রাজ্য সরকারি কর্মীদের।

কেন্দ্রীয় কর্মীদের সমতুল মহার্ঘভাতা পাওয়ার আশা
২০১০ সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মী, শিক্ষকরা বছরে দুবার মহার্ঘভাতা পেয়ে এসেছেন। কিন্তু রাজ্যে তৃণমূল সরকার আসার পর থেকেই তা অনিয়মিত হতে শুরু করে। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের তরফে ডিএ দিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুসরণ করতে নির্দেশ দেওয়ায় রাজ্য সরকারি কর্মীদের আশা, তাঁরা আবারও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই ডিএ পারেন।

Leave a Reply