ASANSOL

অভিনব সাউকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধনা

বেঙ্গল মিরর,দেব ভট্টাচার্য, আসানসোল। জার্মানি থেকে সদ্য বিশ্ব জুনিয়র শুটিং চাম্পিয়নশিপ এ সিলভার মেডেল পাওয়া ১৪ বছরের আসানসোলের ছাত্র অভিনব সাউকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার সম্বর্ধনা দেওয়া হলো। জেলাশাসক এস অরুন প্রসাদ অভিনবকে উত্তরীয় পরিয়ে তার হাতে সারক ও শংসাপত্র এবং পুষ্পস্তবক তুলে দেন। একই সঙ্গে তিনি অভিনবর বাবা-মাকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সম্মান জানান।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ শেওয়ালে ।তিনি বলেন অভিনব শুধু আসানসোল বা পশ্চিম বর্ধমান নয় আমাদের রাজ্য তথা দেশের গর্ব। এত কম বয়সে শুটিংয়ে এমন আন্তর্জাতিক সম্মান সে আনতে পারায় সারা জেলার মানুষ তথা রাজ্যের মানুষ ওর জন্য গর্বিত। আমরা আশা করব আগামী দিনে সে আন্তর্জাতিক অন্যান্য প্রতিযোগিতায় আরও সম্মান পাবে।

Leave a Reply