BARABANI-SALANPUR-CHITTARANJAN

গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইসিএল কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল বুধবার সালানপুর থানার কল্যা পঞ্চায়েত এলাকায় ।জানাজায় যে সালানপুর থানার কল্যা পঞ্চায়েতের চয়নপুর গ্রামের ডাবর যাওয়ার রাস্তায় কিছু লোক প্রাতঃ ভ্রমণে বেরিয়ে ছিলেন আর তখনই কিছুটা দূরে রাস্তার পাশের একটি গাছে গলায় ফাঁস লাগিয়েএক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা ।খবর দেওয়া হয় রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ কে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে।এবং মৃত ব্যক্তির পরিবারে লোকজন এর উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

জানাজায় মৃত ওই ব্যাক্তির নাম জগৎ বাদ্যকর (৬৫)। তিনি ইসিএল হরিপুর কলিয়ারির কর্মী ছিলেন ।পরিবারে স্ত্রী একপুত্র ও এক বিবাহিতা কন্যা রয়েছে । তবে স্থানীয়রা মনে করছে পারিবারিক বিবাদের কারনে আত্মহত্যার পথ বেছে নিয়েছে জগৎ বাদ্যকর।
তবে পুলিশ ঘটনার খতিয়ে দেখছে ।

Leave a Reply