ASANSOL

রেলের হেলথ ইউনিটগুলি বন্ধ করার প্রতিবাদে ERMC এর বিক্ষোভ প্রদর্শন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় :সাম্প্রতিক খবর অনুসারে, রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে রেলের হেলথ ইউনিটগুলি বন্ধ করার কথা বলা হয়েছে, এর বিরুদ্ধে শুক্রবার, আসানসোলের রেল হাসপাতালের সামনে ইস্টার্ন রেল মেন্স কংগ্রেসের ( ERMC) তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

বিক্ষোভকারীরা বলেন, রেল কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত হেলথ ইউনিটগুলি বন্ধ হয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদি তা করা হয় তবে রেলের কর্মচারীদের একটি বড় অংশ অবিলম্বে যে সঠিক চিকিৎসা পরিষেবা পায় সেগুলি থেকে বঞ্চিত হবেন। ওই ইউনিটগুলি বন্ধ না করার দাবি জানিয়ে তিনি বলেন, বোঝা যাচ্ছে যে মধুপুর, সীতারামপুর, পানাগড় ,অন্ডাল হেলথ ইউনিট বন্ধ করে দেওয়া হবে, এর বিরুদ্ধে আজ ইস্টার্ন রেলওয়ে মেনস কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে।

Leave a Reply