ASANSOL

বিজেপি মহিলা মোর্চার আসানসোল সাংগঠনিক জেলার সভানেত্রী হলেন ভারতী চ্যাটার্জী

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : গত বিধানসভা নির্বাচনের ফলাফল আসার পর থেকেই রাজ্য বিজেপির সঙ্গে সঙ্গে জেলা বিজেপির সাংগঠনিক পরিবর্তন হয়। এবার আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর নাম প্রকাশ করা হল। বিজেপি মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তীর স্বাক্ষর ও সিলমোহর দেওয়া ওই তালিকায় আসানসোল ও বনগা সাংগঠনিক জেলার সভানেত্রীদের নাম ঘোষণা করা হয়েছে।

ভারতী চ্যাটার্জী


আসানসোলের সাংগঠনিক জেলার নতুন সভানেত্রী হলেন ভারতী চ্যাটার্জী। মহিলা মোর্চার আসানসোল জেলা সভানেত্রীর নতুন নাম ঘোষণার পূর্বে মহিলা মোর্চার আসানসোল সাংগঠনিক জেলার দায়িত্বে ছিলেন পাপিয়া পাল। অন্যদিকে বনগা সাংগঠনিক জেলার নতুন সভানেত্রী হলেন প্রিয়াঙ্কা সাহা মন্ডল।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে পর্যন্ত বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। বর্তমানে তিনি মূল বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা। গত আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার বিপরীতে
অগ্নিমিত্রা পাল প্রার্থী হয়েছিলেন কিন্তু তিনি পরাজিত হন।

Leave a Reply