ASANSOLRANIGANJ-JAMURIA

জামুরিয়াতে কাস্টমার সার্ভিস পয়েন্টে সশস্ত্র দুষ্কৃতীর হানা, কয়েক হাজার টাকা লুট, সিসিটিভিতে ঘটনা ধরা পড়ল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুরিয়া: জামুড়িয়ার দামোদর পুর এলাকার এক কাস্টমার সার্ভিস পয়েন্টে সশস্ত্র দুষ্কৃতী অতর্কিতে হানা দিয়ে দোকানে থাকা নগদ কয়েক হাজার টাকা লুট করে চম্পট দিলো সোমবার সন্ধ্যায়। এদিন দুষ্কৃতী দলকে ধাওয়া করতে গেলে দুষ্কৃতী দলের দুই সদস্য মানুষজনদের লক্ষ্য করে একটি বোমা ছোড়ে। দুষ্কৃতীরা এদিন সশস্ত্র অবস্থায় পৌঁছে সাইবার ক্যাফের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুট করে চম্পট দেয় বলেই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

सीसीटीवी में कैद अपराधी

এদিনের এই ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে তড়িঘড়ি জামুরিয়া থানার পুলিশ পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে। আর এই সমস্ত ঘটনার ছবি ক্যামেরাবন্দি হয় সিসিটিভি ক্যামেরায় এদিন পুলিশ প্রশাসনের উচ্চ আধিকারিকেরা উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply