রানীগঞ্জে খনি আবাসনের একটি বিস্তীর্ণ অংশ ধসে পড়ার ঘটনায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : ( Asansol Raniganj News Today ) রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের মহাবীর কোলিয়ারি খনি আবাসন এলাকায় খনি আবাসনের একটি বিস্তীর্ণ অংশ ধসে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সিয়ারসোল রাজ বাড়ির ওসিপি অঞ্চলে। এদিন বিকেলে কালবৈশাখীর ঝড় বৃষ্টির সময়কালেই হঠাৎ করেই খনি আবাসনের এক বিস্তীর্ণ অংশ ধসে পড়ে যদিও ঝড় বৃষ্টির কারণে কোন মানুষজন খনি আবাসনের বাইরে না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পায় সকলে। এদিনের এই ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এসে পৌছল রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা 37 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর রূপেশ যাদব।




তিনি এদিন এলাকাটি পরিদর্শন করার সাথে সাথেই খনি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবেই এ ধরনের গাফিলতি করেছে খনী আবাসন গুলিকে মেরামত করার কোনো উদ্যোগ নেয়নি বলে দাবি করেছেন তিনি। তার দাবি এই খনি আবাসন গুলিতে বেশ কিছু খনি কর্মি বসবাস করলেও খনি কর্তৃপক্ষ কেন অজ্ঞাত কারণে এখনই আবাসন গুলিকে মেরামত করার উদ্যোগ নেননি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর দাবি অবিলম্বে এই সকল খনি আবাসন গুলিকে যাতে মেরামতের উদ্যোগ নেয় খনি কর্তৃপক্ষ তার জন্য তিনি খনি কর্তৃপক্ষের সাথে কথা বলবেন।