RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের ভূমানন্দ আশ্রম কয়েক মুহূর্তের ঝড়-বৃষ্টিতে তছনছ হলো

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : ( Asansol Raniganj News Today ) কয়েক মুহূর্তের ঝড়-বৃষ্টিতে তছনছ হলো রানীগঞ্জের ভূমানন্দ আশ্রম । মুহূর্তে হল ঘর ভেঙে পড়ে আশ্রমের বারান্দা ধসে আহত হল আশ্রমে থাকা 2 আবাসিক ছাত্র। ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েতের নারায়ণ কুড়িগ্রামের মথুরা চন্ডী সংলগ্ন দামোদর নদ তটবর্তি এলাকায় অবস্থিত ভূমানন্দ কৃষ্ণ কুঞ্জ আশ্রমে শনিবার রাত্রে প্রবল ঝড় ও দুর্যোগে ভেঙে পড়ল আশ্রমের বিস্তীর্ণ অংশ। এদিন হঠাৎ করেই কয়েক মুহূর্তের এই ঝড় বৃষ্টির সময় ওই আশ্রমের বারান্দায় পঠন-পাঠন করতে থাকা দুই আবাসিক ছাত্র এই ঘটনায় অল্পবিস্তর আঘাত পায়।

আর কয়েক মুহূর্তের এই দুর্যোগে গুড়িয়ে দিয়ে যায় আশ্রমের দোতালার একটি হলঘর সহ বারান্দা। এদিন আশ্রমে থাকা আরও সকল সদস্যরা এই দুর্যোগের সময় একই জায়গায় উপস্থিত থাকায় তাদের আঘাত সেভাবে লাগেনি বলে জানা গেছে। তবে কয়েক মুহূর্তের এই ঝড় দুর্যোগে তছনছ করে হয় আশ্রমের সাজানো বাগান থেকে শুরু করে মন্দির প্রাঙ্গনের বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা হলঘর। হঠাৎ করে আসা এই ঝড় বৃষ্টি ও দুর্যোগ এরূপভাবে তছনছ হয়ে যাওয়া আশ্রম এর বিষয় লক্ষ্য করে আতঙ্কিত হয়ে পড়েছে আশ্রমের আশ্রমিক পড়ুয়া থেকে শুরু করে সকল সদস্য।

Leave a Reply