ASANSOLASANSOL-BURNPUR

Burnpur ইস্কো কারখানায় বিস্ফোরণ, জখম টেকনিশিয়ান সহ দুই

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্ণপুরে সেল আইএসপি বা ইস্কো কারখানায় আবারও দূর্ঘটনা। এবার কারখানায় রক্ষনা বেক্ষনের কাজের সময় সোমবার দুপুরে আচমকাই বিস্ফোরণ ঘটে কোকওভেনে ১০ নং ব্যাটারিতে। এই ঘটনায় কারখানার দুই কর্মী আহত হন। তারমধ্যে রয়েছেন কারখানার টেকনিশিয়ান পীযুষ চক্রবর্তী ও ঠিকা কর্মী ধীরজ কুমার যাদব।
বার্নপুর ইস্কো কারখানায় বারবার দূর্ঘটনা ঘটায় কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তারা, নিজেদের নিরাপত্তা নিয়ে কারখানা কতৃপক্ষের দিকে আঙুল তুলছেন।

injured worker image source social media


কারখানা সূত্র থেকে , বার্ণপুরের সেল আইএসপি বা ইস্কো কারখানা সোমবার সকাল থেকে কোকওভেনে রক্ষনা বেক্ষনের কাজ চলছিলো। সেই সময় আচমকাই ১০ নম্বর কোক ওভেন ব্যাটারির ইটিপি ইলেক্ট্রো তারের প্রিসিপিটেটরে বিস্ফোরণ ঘটে। এ
সেখানে রক্ষণাবেক্ষণের কাজ করা এই বিস্ফোরণে দুজন দগ্ধ হন। আহতদের মধ্যে আইএসপির টেকনিশিয়ান পীযূষ চক্রবর্তী ও ঠিকা কর্মী ধীরজ কুমার রয়েছেন। আহত দুজনকেই চিকিৎসার জন্য কারখানার ভেতরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

গুরুতর আহত ঠিকা কর্মী ধীরজ কুমার যাদবকে সেখান থেকে আসানসোল ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কারখানা কতৃপক্ষ জানায়, কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গতঃ, দিন কয়েক আগেই বার্ণপুরের ইস্কো কারখানা কোকওভেনের ১০ নং ব্যাটারির কাছে আগুন লাগার ঘটনা ঘটেছিলো।

Leave a Reply