KULTI-BARAKAR

কালভার্ট নির্মাণের চারদিনের মধ্যেই ভেঙে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল পুরনিগমের ১৬ নং ওয়ার্ড তথা কুলটির সবনপুর গোয়ালাপাড়া এলাকায় পুরনিগমের উদ্যোগে নিকাশি নালা সংস্কারের কাজ শুরু হয়েছে ৷ সেখানে বাইপাস অঞ্চলে সংযোগকারী রাস্তার ওপর নিকাশি নালার কালভার্ট নির্মাণের চারদিনের মধ্যেই ভেঙে যাওয়ার কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয় ৷ তারা দাবি করে, উন্নয়ণের নামে এখানে টাকার নয়ছয় হচ্ছে ৷ সংস্কারের কাজের ক্ষেত্রে যথাযথ উপকরণ থাকছে না ৷ পুরনিগমের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন, তিনি যথাযথ তার দায়িত্ব পালন করছেন না ৷

এখানে নিকাশি নালা সংস্কারের নামে স্থানীয়দের রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ কালর্ভাটের ওপর দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না ৷ বিষয়টি নিয়ে কাউন্সিলার মুনমুন মুখার্জির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,অভিযোগ পেয়েছেন ৷ এর মধ্যেই তিনি পুরনিগমের দায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানিয়েছেন ৷ পরিস্থিতি পর্যবেক্ষণের পরেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷

Leave a Reply