ASANSOLKULTI-BARAKAR

দুর্গা ফিউল ইন্ডাস্ট্রিতে আচমকা হানা ডেপুটি কমিশনারের, ২১৫ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত, গ্রেপ্তার ৮ জন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত ন্যাশনাল হাইবের ঠিক পাশেই লচ্ছমনপুর অঞ্চলে অবস্থিত দূর্গা ফিউল ইন্ডাস্ট্রিতে সাত সকালে পুলিশের দলবল নিয়ে আচমকা হানা দিলো ডেপুটি কমিশনারের অফ পুলিশ(পশ্চিম) অভিষেক মোদি।কারখানা ভিতর থেকে প্রায় ২১৫ টন অবৈধ কয়লা এবং হাড় কোক বাজেয়াপ্ত করেন তিনি।তার পাশাপাশি ঘটনাস্থল থেকেই ৮জনকে গ্রেপ্তারও করেন।ধৃতদের আজকেই আদালতে তোলা হয়।জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়।

কুলটি অঞ্চলের বড়িরা সহ বিভিন্ন জায়গা থেকে সাইকেল ও মোটর সাইকেলে করে চোরাই কয়লা ক্রয় করে কারখানার ভিতরে অবৈধ কয়লার ডিপু গড়ে তুলে ছিলেন কারখানার মালিক খুকু ঘোষ।সেই খবর পেয়ে অভিযান চালানো হয়।গোটা ঘটনার জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই প্রসঙ্গে ডি.সি(পশ্চিম) অভিষেক মোদি জানান যে গোপন সূত্রের খবরে অভিযান চালানো হয়।২১৫টন অবৈধ কয়লা এবং ৮জনকে গ্রেপ্তার করা হয়।তাদের আজকেই আদালতে তোলা হয়েছে।ও ঘটনার তদন্ত শুরু হয়েছে।যারা যারা এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছে,তাদের আইনত ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply