ASANSOLKULTI-BARAKAR

রামনগর বালির বাঙ্কার থেকে নিরাপত্তারক্ষীর কাছ থেকে লুট করা বন্দুক সহ পুলিশ 6টি কার্তুজ উদ্ধার করেছে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কুলটি থানার রামনগর কলিয়ারিতে অবস্থিত বালির বাঙ্কার থেকে এক প্রাইভেট সিকিউরিটি গার্ডের বন্দুক ছিনতাই মামলায় পুলিশ বড় সাফল্য পেয়েছে।এ বিষয়ে কুলটি থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি একথা জানান। তিনি জানান যে ঘটনাটি তদন্ত করার জন্য একটি পুলিশ দল গঠন করা হয়েছে।পুলিশ দল ঝাড়খন্ড পুলিশের সহায়তায় টুন্ডি এলাকার মানাইদেহ থানা থেকে ঘটনার সাথে জড়িত লালন কুমার বাস্কি নামে এক যুবককে গ্রেফতার করেছে।৬ টি জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এসিপি সুকান্ত বন্দ্যোপাধ্যায় জানান, ধৃত যুবককে আসানসোল আদালতে পাঠানো হয়েছে।যেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।তিনি বলেন, তদন্তে ১২-১৩ জন জড়িত ছিল।যারা রামনগরে গিয়েছিলেন। বালির বাঙ্কারে তামার তার চুরি। নিরাপত্তা নিশ্চিত করতে তারা এক প্রাইভেট সিকিউরিটি গার্ড বিদ্যুৎ চ্যাটার্জির বন্দুক ও কার্তুজ ছিনতাই করে। একই দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী পিন্টু বাউরি আহত হন।এসিপি সুকান্ত ব্যানার্জী জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যরা। লোকজনকেও শীঘ্রই গ্রেফতার করা হবে।বলা হচ্ছে বন্দুক ডাকাতির সঙ্গে জড়িত অপরাধীরা নকশাল এলাকার।

Leave a Reply