ASANSOLRANIGANJ-JAMURIA

দুর্ঘটনায় ট্রাকের কেবিনে আটকে থাকা চালককে উদ্ধার করলো পুলিশ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুড়িয়া : জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার বোগড়া শ্মশান কালী মন্দির সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের সামনে সোমবার রাত্রি দশটা নাগাদ লোহার রড বোঝাই ট্রেলার জাতীয় সড়কের মাঝে উঠে পড়লে,ট্রেলারের কেবিনে আটকে পড়ল গাড়ির চালক। অতর্কিতে ঘটা এই ঘটনার খবর ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানালে, শ্রীপুর ফাঁড়ির পুলিশ ও পুলিশের অন্যান্য আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে জোটে উদ্ধারকার্যে। গাড়ির চালকের মাথা কোলে রেখে চলে উদ্ধার কাজ।দীর্ঘক্ষন ধরে পুলিশ তিনটি ক্রেনের সাহায্যে রড গুলি তুলে, লোহা কাটার গ্যাস যন্ত্র এনে দু’ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার করে, চন্দন যাদব নামের ওই ব্যক্তিকে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে আসানসোল জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় পাঠানো হয়।

জানা গেছে বিহারের জামুই জেলার বাসিন্দা চন্দন, এদিন দুর্গাপুরের একটি বেসরকারি কারখানা থেকে ওই রড বোঝাই করে বোকারোর উদ্দেশ্যে যাচ্ছিল আর তারই মাঝে ঘটে এ ঘটনা। এদিন শ্রীপুর ফাঁড়ির আইসি শেখ রিয়াজুউদ্দিন এর তৎপরতায় ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয় বলেই জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply