KULTI-BARAKAR

জমিদাতাদের অবস্থান বিক্ষোভ জিএম অফিসে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-মা কল্যানেশ্বরী ও চাপতোড়িয়া লেন্ড লুজারস এসোশিয়ানের পক্ষ থেকে আসানসোলের বিসিসিএলের দামাগড়িয়া কয়লা ক্ষনির জমিদাতারা ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে 22জন জমি দাতা এই মুহূর্তে বিসিসিএলের বরাকরের বেগুনিয়া জিএম অফিসের সামনে জমিদাতাদের দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভে সামিল হন। এই 22জন জমিদাতা দের জমি কেটে নেয়ার পর ক্ষতিপূরণ ও চাকরি পাইনি তাঁদের চাষ যোগ্য জমি কেটে নিয়ে কয়লা উত্তলেনের পরেও ক্ষতিপূরণ মেলেনি বলে অভিযোগ জমিদাতাদের । এবং বারংবার আন্দোলনের পরেও কোনো সদুত্তর মেলেনি এবং 22 জন জমিদাতারা এই ক্ষতিপূরণ ও চাকরির দাবিকে সামনে রেখে 54 দিন ধরে অবস্থান বিক্ষোভে সামিল হয় বরাকর বেগুনিয়া বিসিসিএলের জিএম অফিসের গেটের সামনে এবং এই নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের জমি নীতির বিরুদ্ধে কুলটির জননেতা উজ্জ্বল চ্যাটার্জির ডাকে বিসিসিএলের সিভি এরিয়া চলো কর্মসূচি নেওয়া হয় শুক্রবার ।

যেখানে প্রথমে এই অবস্থান বিক্ষোভে 22জন জমিদাতাদের সাথে কথা বলেন পশ্চিমবর্ধমান জেলা তৃর্ণমুল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি এবং তারপর এই বিষয় নিয়ে জিএম অফিসে জমিদাতাদের ক্ষতিপূরণের দাবি কে সামনে রেখে একবৈঠক হয় জিএম অফিসে।যেখানে উপস্থিত ছিলেন জমিদাতারা, বিসিসিএলের সিভিএরিয়ার জিএম ও জেলার তৃর্ণমুল কংগ্রেস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী কুলটি থানার আধিকারিক , বরাকরফাঁড়ির অধিকারিক সহ আরো অন্যান্যরা ।

Leave a Reply