ASANSOL

সিবিআই আদালতে সায়গল হোসেনের জামিন নাকচ, জেল হেফাজত

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ গরু পাচার মামলায় পর পর দুদফায় সাতদিন করে মোট ১৪ দিন সিবিআই হেফাজতে থাকার পর শুক্রবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে তোলা হল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। এদিন তাকে আবারও সাতদিনের জন্য নিজেদের হেফাজতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সায়গলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা সিবিআই হেফাজতের বিরোধিতা করেন ও তার জামিনের আবেদন করেন। সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার আবারও সায়গলের প্রভাবশালী তত্ত্ব তুলে তার জামিনের বিরোধিতা করেন। শেষ পর্যন্ত দুই পক্ষের আইনজীবীদের মধ্যে প্রায় ঘন্টা দেড়েক সওয়াল-জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী সায়গলের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতর নির্দেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৮ জুলাই।


প্রসঙ্গতঃ গত ১০ জুন সায়গলকে প্রথম আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হয় । সেদিন সিবিআই সাতদিনের হেপাজতে পায় তাকে। এরপর আবার তাকে গত ১৭ জুন আসানসোল সিবিআই আদালতে । সিবিআইয়ের ফের মেলে সাতদিনের হেপাজত। সেই মতো আজ শুক্রবার সাইগল হোসেনকে কলকাতার নিজাম প্যালেস থেকে সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে রওনা দিয়ে আসানসোল সিবিআই আদালতে সাড়ে এগারোটা নাগাদ নিয়ে আসেন।
এদিন সায়গলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা তাকে গ্রেফতার করা সহ বেশ কিছু বিষয়ে সওয়াল করেছিলেন।
আপাততঃ সায়গল আসানসোল বিশেষ সংশোধনাগারে থাকবে।

Leave a Reply