KULTI-BARAKAR

নিয়ামতপুরে শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হল


বেঙ্গল মিরর, কাজল মিত্র :-কুলটির নিয়ামতপুরে মসজিদের সামনে শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হল।শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই শান্তি কমিটির বৈঠক করা হয়েছে।নিয়ামতপুর পুলিশ ফাঁড়ি এবং পিস কমিটির নিয়ামতপুর যৌথ উদ্যোগে এই শান্তি কমিটির বৈঠক করা হয়েছে।

এদিনের বৈঠকে নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি অখিল মুখার্জি, আসানসোল পৌরনিগমের 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জাকির হোসেন , সঙ্গে ব্যবসায়ী গুর্বিন্দর সিং , তারু ঘাঁটি সহ সমস্ত সম্প্রদায়ের মানুষেরা উপস্থিত ছিলেন।উদ্যোগক্তাদের তরফে জানানো হয়েছে দেশ তথা রাজ্যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তারজন্য এই শান্তি কমিটির বৈঠক করা হয়েছে । সাথে আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সইবার ক্রাইম রুখতে এবং নেশা মুক্ত সমাজ গড়তে সধারন মানুষকে সচেতন করা হলো ।

Leave a Reply