ASANSOL

আসানসোল ডিভিশনে ” মোটরসাইকেল রেলি ও রান ফর ইউনিটি “র আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ দেশের স্বাধীনতার ৭৫ বছরকে সামনে রেখে ভারত জুড়ে ” স্বাধীনতার অমৃত মহোৎসব ” পালন করা হচ্ছে। শুক্রবার সেই উপলক্ষে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আরপিএফ ” মোটরসাইকেল র‌্যালি ও রান ফর ইউনিটি ” আয়োজন করে। এদিন সকালে আসানসোলে ডিআরএম অফিসের সামনে সবুজ পতাকা দেখিয়ে এই রেলি ও রান ফর ইউনিটির শুভারম্ভ করেন আসানসোলের ডিআরএম পরমানন্দ শর্মা। এছাড়াও ছিলেন আসানসোলের ডিআরএম (১) এমকে মীনা, ডিআরএম (২) বিকে ত্রিপাঠী রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফের সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার চন্দ্র মোহন মিশ্র সহ অন্য রেল আধিকারিকরা।


৭টি মোটরসাইকেলে ১৪ জন ১৪ আরপিএফের কর্মী (চালক ও আরোহী) মোটর সাইকেল র‌্যালিতে অংশ নিয়েছিলেন। আসানসোলের ডিআরএম অফিস থেকে শুরু হওয়া এই রেলি আসানসোল ডিভিশনের ১৪ টি মেন স্টেশন, কলকাতা, পশ্চিম চম্পারন হয়ে ১৫ আগষ্ট দিল্লি পৌঁছাবে। মোটরসাইকেল চালক এবং আরোহীরা স্বাধীনতার অমৃত মহোৎসবের পতাকা নিয়ে টি-শার্ট ও অমৃত মহোৎসবের হেলমেট পড়েছিলেন। আসানসোল ডিভিশনের আরপিএফের ১৫০জনেও বেশি কর্মী ‘রান ফর ইউনিটি’-এ অংশ নিয়েছিলেন।

Leave a Reply