BARABANI-SALANPUR-CHITTARANJAN

দুদিন ব্যাপী কবিতা উৎসব এর সূচনা হল শ্রমিক মঞ্চে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-হিন্দুস্তান কেবেলস শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপী আবৃত্তি ও কবিতা পাঠ অনুষ্ঠান।হিন্দুস্তান কেবেলস পূর্ণবাসন সমিতির সহযোগিতায় ও চিত্তরঞ্জন অনুভব এদিনের আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালনায় এই কবিতা উৎসব আয়োজিত হয়। যেখানে বিভিন্ন কবিরা কবিতা ও আবৃত্তি পাঠ করেন এবং নৃত্য পরিবেশন করেন।এই কবিতা উৎসবে আগত সব কবিদের বিশেষ ভাবে সন্মান প্রদান।ও যারা নৃত্য পরিবেশন করলেন তাদেরও সন্মান জানানো হয়।

প্রথম দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং এবং উত্তরামপুর জিৎপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন পূর্ণবাসন সমিতির সম্পাদক সুভাষ মহাজন এবং অনুভব আবৃত্তি চর্চা কেন্দ্রের কর্ণধার শ্রাবনী চট্টোপাধ্যায়।এদিন ভোলা সিং জানান এত সুন্দর একটা অনুষ্ঠান যেনো বারবার এই অঞ্চলে হোক আমরা তাই চাই।আমাদের বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপাধ্যায় সব সময় সমস্ত রকমের অনুষ্ঠানে সহযোগিতা করেন।আগামী দিনে অনুষ্ঠানটি যেনো আরো বড় হয় তারই প্রচেষ্টা আমরা করবো।

Leave a Reply