ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে ২০২২ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে জয়ী বাঁশড়া এসটিডি ক্লাব

বিশেষভাবে সম্মানিত করা হলো রানীগঞ্জের বেশ কয়েকজন কৃতি খেলোয়াড়কে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,রানীগঞ্জ: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে রানিগঞ্জ থানার দ্বারা আয়োজিত ২০২২ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা রানীগঞ্জের রবিন সেন স্টেডিয়ামে সম্পন্ন হল। যেখানে এ দিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই খেলায় মুখোমুখি হয় বাঁশড়া এসটিডি ক্লাবের সাথেই রানীগঞ্জের সাহেবগঞ্জ ওয়াইএমসিএ দল। খেলার প্রথমার্ধে আই এম সি এ ১৫ মিনিটের মাথায় এক গোল দেয়, জবাবে দ্বিতীয়ারদের বাঁশড়া এসটিডি ক্লাব দুই গোল দিয়ে জয়ী হয়। এ দিনের খেলায় এসটিডি ক্লাবের রাম সোরেন ম্যান অফ দ্যা ম্যাচ হন। চূড়ান্ত পর্যায়ের এই খেলায় বিশেষভাবে উপস্থিত হয়ে জয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কৃত করেন ডিসিপি আইপিএস ডাক্তার কুলদীপ সুরেশ, এসিপি সেন্টার টু তথাগত পান্ডে, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী প্রমূখ।

চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলার দিনই বিশেষভাবে সম্মানিত করা হলো রানীগঞ্জের বেশ কয়েকজন কৃতি খেলোয়াড় কে যার মধ্যে এদিন ভার উত্তোলনে শ্রেষ্ঠ স্থান দখল করা রানীগঞ্জের অশোক পল্লীর বাসিন্দা ছাত্রী ঋষিকা রায় কে ভারতীয় স্তরের বেশ কয়েকটি প্রতিযোগিতায় সফল হওয়ার সাথেই এশিয়ান পাওয়ার লিফটিং এ কাজাকিস্তানে সিলভার, ও পরবর্তীতে স্টেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মেদিনীপুরে আয়োজিত খেলায় গোল্ড মেডেল পাওয়ার জন্য বিশেষভাবে সম্মানিত করা হয় তাকে। ওই ছাত্রী আগামীতে স্টেট কান্ট্রি লেভেলে অংশগ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেছে। সেখানেই রানীগঞ্জের যোগাসনে ভারতের প্রসিদ্ধ অভিষিক্তা দাস ইন্ডিয়ায় রেকর্ড করা ও পরে সাউথ এশিয়ান গেমসে গোল্ড পাওয়া ওই যোগাসন প্রতিযোগীকে সম্মানিত করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আগামীতে সেপ্টেম্বর মাসে ব্যাংককে এশিয়ান গেমসের যোগাসন ওই প্রতিযোগী অংশ নেবেন বলেই জানিয়েছেন।

Leave a Reply