ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANWest Bengalराजनीति

পুচড়াতে ৬০টি পরিবারের বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান

বেঙ্গল মিরর, মনোজ শর্মা,বারাবনি: বারাবনি ব্লকের পুচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গাল পাড়া,রুইদাস পাড়া,লিলাকুল
বাউরি পাড়ায় ৬০টি পরিবার
বিজেপি ও সিপিএম দল ছেড়ে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় ও বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিং হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন রোহিত বাউরি,নির্মল রুইদাস,নরেশ বাউরি,লক্ষণ বাউরি,চন্দন রুইদাস,আকাশ বাউরি,ষষ্টি বাউরি সহ ডাঙ্গালপাড়া,রুইদাস
পাড়া,লিলাকুলি বাউরি পাড়ায় প্রায় ৬০টি পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজ দেখে বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমি তাদের স্বাগতম জানায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য তথা বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিং,পুচড়া গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক সভাপতি তথা পুচড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থ সারথি মুখার্জী,পুচড়া গ্রাম পঞ্চায়েত সুকুমার পাল।

Leave a Reply