ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

জেলা জুড়ে পালিত হচ্ছে বনমহোৎসব, সবুজ বাঁচাতে এবং পরিবেশকে সুস্থ রাখতে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ( Van Mahotsav In Asansol ) সবুজ বাঁচাতে এবং পরিবেশকে সুস্থ রাখতে শহর জুড়ে পালিত হচ্ছে বনমহোৎসব,এই অরণ্য সপ্তাহের তারই শুভ সূচনা হল আজ বারাবনি ব্লকে ।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক উদ্দোগে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ এবং দুর্গাপুর বনদপ্তর এর পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লকের ব্লক কার্যালয়ের সভা মঞ্চে আজ পালিত হয় বনমহোৎসব।
এদিন দোমহানি হাই স্কুল থেকে প্রভাত ফেরি করে ব্লক দফতরে এসে এদিন অনুষ্ঠান সূচনা হয় ।অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি দের পুষ্পস্তবক শাল ও গাছের চারা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ।

উপস্থিত বিশেষ অতিথি জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউড়ি ,অতিরিক্ত জেলা শাসক সন্দীপ টুডু,বিডিও বারাবনি সৌমিত্র প্রধান প্রতিম,এসডিআইসিও শুভদীপ দাস ,বিভাগীয় বনবিভাগ পূর্ব বর্ধমান এর আধিকারিক নিশা গোস্বামী, বিভাগীয় বনবিভাগ পশ্চিম বর্ধমান এর আধিকারিক বুদ্ধদেব মন্ডল ,সকলে যুগ্ম ভাবে প্রদীপ উজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বৃক্ষরোপন ,চারা গাছ বিতরণ সহ সবুজায়ন নিয়ে সাংস্কৃতিক নৃত্যের অনুষ্ঠানও আয়োজন করা হয়।তাছড়া এদিন এই মঞ্চ থেকেই ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ নম্বর প্রাপ্ত ছাত্র ছাত্রীদের পুরস্কার তুলে দেন ।এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় জানান
পরিবেশ নিয়ে সকলকে সচেতন করতেই অরণ্য সপ্তাহের এই কর্মসূচী। সরকারের উদ্দোগে এই সাপ্তাহিক কর্মসূচি পালন করা হচ্ছে ।তবে শুধু সাপ্তাহিক নয় আমাদের সারা জীবন ধরে বৃক্ষ রোপন করে যেতে হবে
কারন আমরা সমস্ত জীব সবুজের উপর নির্ভরশীল তাই সবুজকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য ।তাছড়া শুধু গাছ লাগালেই হবেনা গাছকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের নিয়মিত জল দিতে হবে ।
তিনি বনদফতরের সকল কর্মীদের কাজকেও সাধুবাদ জানিয়েছেন ।

কেন গাছ লাগানো জরুরি তা নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাধিপতি সুভদ্রা বাউড়ি।তিনি বলেন
অনেক ক্ষেত্রেই দেখা যায় বনমহোৎসবের সময়ে ঘটা করে হাজার হাজার গাছ লাগানো হলেও উপযুক্ত পরিচর্যার অভাবে তা বাঁচে না। এছাড়াও গাছ লাগানো ও গাছের পরিচর্যা সম্পর্কে মানুষকে সচেতন করতে জনবহুল এলাকায় ফ্লেক্স-ব্যানার, হোডিং ছাড়াও বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করা হয়। পরে স্কুল চত্ত্বরে ও লাগোয়া এলাকায় গাছ লাগানো হয়। এদিন বিশেষ অতিথি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউড়ি ,যুগ্ম বিডিও বারাবনি শ্রী বাণী মুর্মু
জেলাপরিষদ সদস্য তথা বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ, কর্মাধ্যক্ষ পূজা মাণ্ডি, জামগ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অনেকে ।

অন্যদিকে আসানসোল পৌর নিগম বন মহোৎসব পালন করা হয় এখানে মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান আমনা চট্টোপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মেয়র পরিষদ সদস্য মানস দাস কাউন্সিলর শ্রাবণী মন্ডল শ্রাবণী বিশ্বাস কল্যাণী রায় অর্জুন মাঝি পুরো নিগমের আধিকারিক বীরেন্দ্রনাথ আধিকারি তাপস কর্মকার প্রবাল বোস কল্লোল রায় প্রমুখ উপস্থিত ছিলেন মেয়র অন্যান্য আধিকারিকরা এখানে চারা গাছ বিতরণ করেন

Leave a Reply