ASANSOL-BURNPUR

বার্নপুরে টানেল গেট মোড়ে সিটুর এবিকে মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে গণ অবস্থান

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাষ্ট্রায়ত্ত ইস্পাত শিল্পে “মৌ” চুক্তির শ্রমিক বিরোধী শর্তগুলি প্রত্যাহার করে এনজেসিএস থেকে সহমতের ভিত্তিতে অবিলম্বে বেতনচুক্তির দাবীতে ১৫ – ১৬ জুলাই ২০২২ দুই দিন সেইল কারখানা, খনি ও অফিসগুলিতে গণ অবস্থান কর্মসূচি। শুক্রবার বার্নপুরে ইস্কো ইস্পাত কারখানার টানেল গেট মোড়ে বামপন্থী শ্রমিক সংগঠন সিটু -এর এবিকে মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে একটি গণ অবস্থান সভার আয়োজন করা হয়।

শুক্রবার ওই গণ অবস্থানে মূলত যে ১০ টি দাবী ছিল।সেগুলি হল:
১) ০১.০১.২০১৭ থেকে কর্মীদের সম্পূর্ণ বকেয়া (পার্কস সহ) অবিলম্বে প্রদান করা
২) ১৩ শতাংশ এমজিবি-র উপর দুটি অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান
৩) ঠিকা শ্রমিকদের মূল বেতন বৃদ্ধি অবিলম্বে চুক্তি
৪)সরকারি নির্দেশিকা মোতাবেক বাড়ী ভাড়া ভাতা
৫)চালু গ্র্যাচুইটি সুবিধার একতরফা কাটছাঁটের নির্দেশিকা প্রত্যাহার
৬)শাস্তিমূলক বদলি ও সাময়িক বরখাস্তের নির্দেশ প্রত্যাহার
৭) পূর্বের ন্যায় এস ১, এস ৩ ও এস ৬ গ্রেডে নতুন নিয়োগ
৮) রি – ডেজিগনেশন এর বিষয়টি আলোচনার মাধ্যমে সুষ্ঠু ফয়সালা
৯) সেল ও আরআইএনএল-এর কোন ইউনিটকে বিলগ্নীকরণ ও বেসরকারীকরণ থেকে বিরত করা,
১০) শ্রমিক বিরোধী শ্রমকোড প্রত্যাহার করা।

ওই গণ অবস্থান সভায় (এবিকে মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স ইউনিয়ন-বার্নপুরের সাধারণ সম্পাদক শুভাশিস বসু,
সৌরেন চট্টোপাধ্যায়,প্রতীক গুপ্ত,সুদীপ ব্যানার্জি,শুভঙ্কর দাশগুপ্ত,সত্য চ্যাটার্জি, শিবকুমার রাম,জয়রাম চ্যাটার্জি,রথীন সরকার,নরেশ রাম,সিদ্ধার্থ সমাদ্দার,বিকাশ কুমার রজক,অমিতাভ মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply