ASANSOL

আসানসোলের ৫ মেয়র পারিষদ সদস্যদের দপ্তর বণ্টন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোলের ৫ মেয়র পারিষদ সদস্যদের দপ্তর বণ্টন করা হয়েছে। আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ নেওয়ার প্রায় ৪ মাস পরে মেয়র পারিষদ গঠিত হয়। মঙ্গলবার মেয়র বিধান উপাধ্যায় ৫ জন এমএমআইসি-র দপ্তর বণ্টনের নির্দেশ জারি করেন। উল্লেখ্য, ১৬ জুন মেয়র পরিষদের সদস্যরা শপথ নেন। একই সঙ্গে দুই ডেপুটি মেয়রের শপথ নেওয়ার বিষয়টিও সমাধান হয়নি । একইসঙ্গে মেয়রের কাউন্সিলর পদে নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি। 

file photo

দেখুন কে কি দপ্তর পেলেন?

  • সুব্রত অধিকারী – শিক্ষা ( Education )
  • মানস দাস – কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ( SWM )
  • দিব্যেন্দু ভগত – স্বাস্থ্য ( Health )
  • গুরুদাস চ্যাটার্জি – ক্রীড়া ও সংস্কৃতি ( Sports & Culture )
  • ইন্দ্রাণী মিশ্র – এন ইউ এল এম ( NULM )

Leave a Reply